বুরো বাংলাদেশের সদস্য বা গ্রাহক ভর্তি প্রক্রিয়া
নিম্নোক্ত প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশের যেকোনো নাগরিক বুরো বাংলাদেশের সদস্য হতে পারবেন:
বাংলাদেশের যেকোনো নাগরিক, যাদের বয়স (১৮-৬০) এর মধ্যে তিনি ইচ্ছে করলে বুরো বাংলাদেশের গ্রাহক/সদস্য হতে পারবেন। একজন গ্রাহক/সদস্য তার প্রয়োজনীয় কাগজপত্রসহ সংস্থার নিকটস্থ কেন্দ্র/সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মী অথবা নিকটস্থ শাখায় যোগাযোগ করবেন। সংশ্লিষ্ট শাখা কর্তৃপক্ষ যাচাই বাছাই, জরিপ এবং অন্যান্য আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করে আগ্রহী গ্রাহক/সদস্যকে শাখায় ভর্তি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পরবর্তীতে উক্ত সদস্য বুরো বাংলাদেশের সকল সেবাসমূহ গ্রহণ করতে পারবেন।
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং ফি: -
- (১) সদস্য/গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের কপি।
- (২) সদস্য/গ্রাহকের ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- (৩) ভর্তি ফি, পাশবই ফি এবং অন্যান্য ফি বাবদ মোট ২৫ টাকা জমা দিয়ে নির্ধারিত ভর্তি ফরম পূরণ করে বুরো বাংলাদেশের গ্রাহক/সদস্য হিসেবে ভর্তি হতে হবে।